বুধবারও হরতাল!

বুধবারও হরতাল!

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে ৫ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামি। সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন। এতে আগে থেকেই ঘোষিত বৃহস্পতিবারের ২৪ ঘণ্টার হরতালের সঙ্গে বুধবার সকাল ৬টা পর দিন বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টাসহ মোট ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেয়া হয়। এছাড়া পবিত্র আশুরা উপলক্ষে আজ সোমবারের হরতাল আগামীকাল ভোর ৬টার পরিবর্তে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলেও জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শীর্ষ আলবদর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে গত বৃহস্পতিবার, গতকাল রোববার ও আজ সোমবারসহ মোট ৩ দিনের হরতাল ডাকে জামায়াত। এর পর গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত। সর্বশেষ আপিল বিভাগে কামারুজ্জমানের মৃত্যুদণ্ড বহাল থাকায় এর প্রতিবাদে আগামী বুধবার সকাল ৬টা থেকে আরও ২৪ ঘণ্টার হরতাল ডাকলো জামায়াতে ইসলামি।

নিজস্ব প্রতিনিধি