স্তম্ভিত কল্লোল পারে

স্তম্ভিত কল্লোল পারে

 

ছবি: খালেদ হোসাইন।

~~~স্তম্ভিত কল্লোল পারে~~~
—-খালেদ হোসাইন—-
*********************************************************************************************
আলোর সকল কণা অবসরপ্রাপ্ত হলে তুমি
আমাকে ডেকো না আর- ভূগোলে সবাই ক্রীতদাস
নেতারাই অভিনেতা, পেয়াদারা নেতা হবে না-কি?
বালিশের অভ্যন্তরে অর্থকড়ি করে হাঁসফাঁস।
>>>
আমার মূর্খতা এত পরিব্যাপ্ত আগে তা বুঝিনি
ভেবেছি চাঁদের উল্টো পিঠও আলোকিত হতে পারে
সৈনিকের তৈরি স্বর্গ এত উচ্চতায় অবস্থিত
তুমি আমি কোনোদিনও পৌঁছুতে পারব না তার ধারে।
>>>
অনেক ধূর্ততা দিয়ে আমাদের স্বপ্নকে রাঙিয়ে
সম্মোহিত করে আজ সার্কাসের জন্তুর মতন
ডুগডুগি বাজিয়ে খুব নাচিয়ে চলেছে আমাদের;
বুদ্ধি বিক্রি ক’রে যারা ঘরে তোলে মাণিক-রতন
>>>
তারা সব চোখ-কান বন্ধক রেখেছে ছাউনিতে;
এ এক পুরনো গল্প- ইতিহাস-উপকাহিনিতে।

________________________________________________________________

অতিথি লেখক