এমন একটি ফোন যদি হায়…

এমন একটি ফোন যদি হায়…

 

ছবি: সোহরাব শান্ত।

~~~এমন একটি ফোন যদি হায়…~~~

—-সোহরাব শান্ত—-
************************************************************************************************
বন্যা আপা ধন্য হলেন প্রধানমন্ত্রীর ফোনে
শুভেচ্ছা জানিয়েছেন তাকে মিলে দুই বোনে!
এইবারের জন্মদিনে এটাই ছিল ‘সেরা উপহার’
এই কথাটা নয়কো আমার, স্বয়ং বন্যা আপার।
>>>
‘সরাসরি অনুষ্ঠানে’ সাজ-সকালে প্রধানমন্ত্রীর ফোন
নয়কো তো তা হালকা কিছু শোনেন গো ভাই-বোন
প্রধানমন্ত্রীর বন্ধুসুলভ মনের পরিচয়
সবার আগে মানুষ তিনি প্রধানমন্ত্রী নয়।
>>>
মানবতার জয়গান ভাই, শেখ হাসিনা গান
তাই তো তিনি শ্রদ্ধাখানি একটু বেশি পান
আমরা তো ভাই সকল সময় চাই যে এমন নেতা
আম-জনতার মনে এমন না হওয়াতেই ব্যথা !
>>>
দেশের মানুষ হবে খুশি ভালোবাসার জয়ে
রাজনীতিতে সবাই যদি চলেন একটু সয়ে
এমন একটি ফোন যদি হায়, পায় খালেদায় পায়
সম্ভবত দেশের মানুষ এতেই (একটু) স্বস্তি পায়।
>>>
অবরোধ আর জ্বালাও-পোড়াও কতদিন চলবে
রাজনীতিবিদেরা কি ভাই, সত্যি করে বলবে?
একটি ফোনে আম-জনতার রেহাই যদি মেলে
প্রধানমন্ত্রী করুন না ফোন, রাগ-অভিমান ঠেলে।
>>>
(জন্মদিন উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে মাননীয়
প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানা টিভি লাইভ অনুষ্ঠানে ফোন করে
শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে)

অতিথি লেখক