নাশকতাকারীকে ধরিয়ে ৫ জন পুরস্কার পেলেন

নাশকতাকারীকে ধরিয়ে ৫ জন পুরস্কার পেলেন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ তিন নাশকতাকারীকে ধরিয়ে দেয়ার জন্য পাচঁজনকে এক লাখ টাকা করে পুরস্কার দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে ২৬ জানুয়ারী (সোমবার) দুপুরে র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ ওই পাচঁজনের হাতে এক লাখ টাকা করে পুরস্কারের অর্থ তুলে দেন। এ সময় নাশকতাবিরোধী পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণ করে র‌্যাব। বেনজীর বলেন, এই পাচঁজনের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হল না। তারা শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসে আগুন ধরিয়ে দেয়ার সময় তিনজন দুর্বৃত্তকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। তবে তারা যাতে নিরাপত্তাহীনতায় না থাকে সে পদক্ষেপও নেয়া হয়েছে। তবে গুলিস্তানের মতো একটি ব্যস্ততম এলাকায় রাস্তার মোড়ে মোড় আটকে সংবাদ সম্মেলন ও পুরস্কার বিতরণ করায় ঐ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আধা ঘন্টার বেশি সময় ধরে মোড়টিতে র‌্যাব ও গণমাধ্যমকর্মীদের অবস্থানের কারণে যানবাহনকে এক পর্যায়ে ঘুরে যেতে হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলমসহ অন্যান্য র‌্যাব কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি