প্রবীণ সাংবাদিক শুভ রহমান গুরুতর অসুস্থ

প্রবীণ সাংবাদিক শুভ রহমান গুরুতর অসুস্থ
ছবি: সাংবাদিক শুভ রহমান।

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রবীণ সাংবাদিক শুভ রহমান গুরুতর অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (সিসিইউ –১, কেবিন নং-০৫) চিকিৎসাধীন আছেন। তাঁর হার্টের ইএফ ২০ শতাংশ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়া প্রয়োজন। এ জন্য অনেক টাকা দরকার। কিন্তু সাংবাদিকতা থেকে অবসর নেয়া একজন প্রগতিশীল মানুষ, যার কোনো অবসর সুবিধা নেই, যিনি আজীবন আদর্শ চর্চা করেছেন, মানুষের অধিকার নিয়ে কলম চালিয়েছেন, যার বেতনের টাকা পর্যন্ত পরিশোধ করা হয় না, তিনি কোথায় পাবেন এতো টাকা! আশু সুস্থতায় তিনি সকলের দোয়া চেয়েছেন ।

সাংবাদিক শুভ রহমান সুদীর্ঘ ৫৩ বছর সাংবাদিকতা করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি আজীবন সাংবাদিক ইউনিয়নের একনিষ্ঠ নেতৃস্থানীয় কর্মী ছিলেন। বিভিন্ন পত্রিকায় নিবন্ধ ও কলাম লিখে খ্যাতিমান তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো: নির্বাচিত চালচিত্র, গণসংগ্রামের রক্তফসল, যাহারা তোমার বিষাইছে বায়ু, মাও সেতুং এর কাব্যসমগ্র (সম্পাদিত) এবং কাব্যগ্রন্থ জীবন জীবনব্যাপী। এছাড়া সম্প্রতি তিনি সাংবাদিক আবেদ খানের সাথে জীবনের কবিতা, জীবনযুদ্ধের কবিতা এবং জীবনের শাহবাগ, জীবনযুদ্ধের শাহবাগ গ্রন্থ দুটি সম্পাদনা করেন। এর বাইরে তাঁর অপ্রকাশিত তিনটি কবিতার বই, দুটি প্রবন্ধ বই ও একটি গল্পের বইয়ের পাণ্ডুলিপি রয়েছে।  ২০১৪ সালের জানুয়ারি থেকে তিনি অবসর সময় কাটাচ্ছেন। সবশেষ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও সম্পাদকীয় বিভাগের প্রধান ছিলেন তিনি। ১৯৪০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচড়ায় জন্ম তাঁর। বাবা মরহুম লুৎফর রহমান ও মা মরহুমা ফাতেমা খাতুনের ১১ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। বাবা ছিলেন কলকাতা রাইটার্স বিল্ডিং এর কর্মকর্তা। ১৯৪৭ সালে দেশভাগের পর তাঁরা সপরিবারে বাংলাদেশে চলে আসেন। শুভ রহমানের সহধর্মিনী ফজিলাতুন্নেসা। চার সন্তানের জনক সাংবাদিক শুভ রহমান-ফজিলাতুন্নেসা দম্পতি। বড় ছেলে আনন্দ মস্কোতে প্রকৌশলবিদ্যায় পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান। মেজ ছেলে কুশল ব্যবসা করেন। দুটি কন্যা বিবাহিত জীবন যাপন করছেন।

নিজস্ব প্রতিনিধি