নওগাঁয় সড়ক দুর্ঘটনাঃ নিহত ৫,আহত ৩০

নওগাঁয় সড়ক দুর্ঘটনাঃ নিহত ৫,আহত ৩০

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ নওগাঁয় একটি বরযাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ট্রাক ও বেবি ট্যাক্সির ত্রিমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাস ও বেবি ট্যাক্সির পাঁচ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। এ ছাড়া একটি গরুও মারা গেছে। ১৩ মার্চ (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে মহাদেবপুর থানার নওহাটা মোড়ের কাছে ভীমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। বাসে ৭০ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন দুর্ঘটনার শিকার যাত্রীরা। তারা জানান, নওগাঁ সদর উপজেলার দুগুলহাটি থেকে হিন্দু সম্প্রদায়ের একটি বরযাত্রীবাহী বাস নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীবাহী বাসটি ভীমপুরে আসলে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় একটি বেবি ট্যাক্সিও নওগাঁর দিকে যাচ্ছিল। ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি বেবি ট্যাক্সিটিকে চাপা দেয়। এতে দুটো যানবাহনই রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। অপর দিকে গরুবাহী ট্রাকটিও রাস্তার অপর পাশের খাদে উল্টে যায়। সে সময় এই হতাহতের ঘটনা ঘটে।  মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত কারো নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান তিনি। ওসি সাইফুল ইসলাম আরো জানান, দুর্ঘটনার পরপরই নওগাঁ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম, পুলিশ ও স্থানীয় বাসীন্দারা মিলে উদ্ধার কাজ চালিয়ে যাছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

এসবিডি নিউজ ডেস্ক