বহিষ্কৃত হলেন মাশরাফি!

বহিষ্কৃত হলেন মাশরাফি!

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ হ্যা, সত্যিই বহিষ্কৃত হলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যা টাইগার সমর্থকদের জন্য তীর্যক আঘাত। একটি আন্তর্জাতিক একদিনের ম্যাচ থেকে বহিষ্কার করেছে আইসিসি। এছাড়াও তার ম্যাচ ফির ৪০শতাংশ কাটা হবে। এর কারণ হিসেবে আইসিসি মাশরাফির স্লো ওভার রেটকে দায়ী করেছে। এই দণ্ডে ভারত-বাংলাদেশ ম্যাচে অংশ নেওয়া বাংলাদেশি অন্য খেলোয়াড়দের ২০শতাংশ করে ম্যাচ পারিশ্রমিক কেটে নেবে আইসিসি। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

আইসিসি ম্যাচ রেফারি রোশান মাহানামা এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের ইনিংসের শেষ দুই ওভার কেটে রাখার কথা বলা হয়েছে। তবে পঞ্চাশ ওভার খেলা পূর্ণ না করেই সব উইকেট হারিয়ে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। আইসিসির কোড অনুযায়ী, আর্টিকেল ২.৫.১ ও এর বর্ধিতাংশ ২ অনুযায়ী- ইংল্যান্ডের পর ভারতের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়বারের মতো অতিরিক্ত সময় ব্যয় করায় অধিনায়ককে পরের ম্যাচ থেকে বহিষ্কার ও অর্থদণ্ডের বিধান অনুযায়ী করা হয়েছে, দাবি আইসিসি’র। আলিম দার, ইয়ান গোল্ড, থার্ড আম্পায়ার স্টিভ ডেভিস-সহ ম্যাচ সংশ্লিষ্টদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইসিসি।

ক্রীড়া প্রতিবেদক