ফ্রান্সে বিমান বিধ্বস্তঃ নিহত ১৫০

ফ্রান্সে বিমান বিধ্বস্তঃ নিহত ১৫০

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ স্পেন থেকে জার্মানিগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ওই বিমানের ১৫০ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মানউইংসের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুয়েসেলফডরফ শহরে যাবার পথে আল্পস পর্বতের ফ্রান্সে অংশে বিধ্বস্ত হয়। কী কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে তা জানা যায়নি। বিধ্বস্ত হওয়ার আগে স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটে বিমানটি ‘বিপদ সংকেত’ দেয়।

ফরাসি পুলিশ জানিয়েছে, আরোহীদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। উদ্ধারকারীদের একটি দল মঙ্গলবার ঘটনাস্থলে গেছে। তারা বিমানটি ব্ল্যাকবক্স উদ্ধার করেছে। তবে বিমানটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির বিমান সংস্থা লুফথানসার সহযোগী সংস্থা হলো জার্মানউইংস। বিমান সংস্থাটি স্বল্প মূল্যে যাত্রী পরিবহণ করে থাকে। নিরাপত্তার ক্ষেত্রে জার্মানউইংসের বিমানগুলোর সুনাম রয়েছে। এ দুর্ঘটনাকে ফ্রান্সের মাটিতে ‘বড় ট্রাজেডি’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।

[সূত্র: রয়টার্স।]

আন্তর্জাতিক ডেস্ক