খুলনার ১৮ টি রুটে বাস চলাচল বন্ধ

খুলনার ১৮ টি রুটে বাস চলাচল বন্ধ

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনার ১৮ টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলার মটর শ্রমিকেরা। আজ রোববার ভোর থেকে রুটগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এই ধর্মঘটের ফলে বিভিন্ন এলাকার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদত্ হোসেন বলেন, রোববার মধ্যরাতে কয়েকজন মটর শ্রমিক সোনাডাঙ্গা বাস টার্মিনালে একটি হোটেলের পাশে অবস্থান করছিলেন। এ সময় র্যাব-৬ এর একটি টহল দল শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে। বাধা দিতে চাইলে তারা মটর শ্রমিক ইউনিয়নের কার্য নির্বাহী সদস্য আকমল হোসেনকে চড় মারে এবং অন্য কয়েকজনকে গালিগালাজ করে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা আজ ভোর থেকে ঢাকাসহ ১৮ টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এদিকে, খুলনা র্যাব-৬ এর অধিনায়ক রেজাউল করিম শ্রমিকদের চড় মারার অভিযোগ অস্বীকার করেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ধর্মঘট চলছে। নেতারা বৈঠক করছেন। আশা করি সমাধান হয়ে যাবে।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।