কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ১০ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ করে বাড়ানো হয়েছে। লালবাগ জোনের পুলিশের উপকমিশনার মফিজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল কারাগারের চারপাশ পরিদর্শন শেষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিনিয়র জেল সুপার ফরমান আলী কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন, তিনি আজ আর আসবেন না। কিন্তু হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য একটি গাড়িতে করে তিনি কারাগারে এসে হাজির হন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় কারাগার ঘিরে কয়েকদিন উত্তাপ অবস্থা বিরাজ করছে। এদিকে, মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে `প্রাণভিক্ষা চাইবেন না` বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সন্ধ্যায় বিবিসি বাংলাকে বলেন, ‘খুব সম্ভব উনি প্রাণভিক্ষা চাইবেন না।’  তিনি জানান, কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা নেয়া হচ্ছে। ‘আজকে কালকের মধ্যেই এ সম্পর্কে জানতে পারবেন।’ তবে কবে তার ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

অপরদিকে, কামারুজ্জামানের পরিবারের সদস্যরা রাত পৌনে ৮টার দিকে জানিয়েছেন, কামারুজ্জামানের সঙ্গে দেখা করার বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। তবে কারাগারের একটি সূত্র জানিয়েছেন, কিছুক্ষণে মধ্যে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করার জন্য ডাকা হতে পারে।

নিজস্ব প্রতিনিধি