১৫টির বেশি হত্যা মামলার পলাতক আসামি ‘মুক্তা’ কে গ্রেফতার করেছে ভারতের বনগাঁও পুলিশ

১৫টির বেশি হত্যা মামলার পলাতক আসামি ‘মুক্তা’ কে গ্রেফতার করেছে ভারতের বনগাঁও পুলিশ

প্রধান প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ১৫টির বেশি হত্যা মামলার পলাতক আসামি মিরপুরের শাহাদত হোসেনের অন্যতম প্রধান কিলার খ্যাত মুক্তাকে গ্রেফতার করেছে ভারতের বনগাঁও পুলিশ। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। মুক্তা ভারতে রাজু মন্ডল নামে পরিচিত বলে ভারতীয় পুলিশ সূত্র জানায়। তাকে এখন ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকায় পুলিশ সূত্র জানায়, রাজধানীতে ঘটে যাওয়া ১৫টির বেশি হত্যাকাণ্ডের সঙ্গে মুক্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। পল্লবী ও শাহ আলী থানা পুলিশের মতে মুক্তা মূলত ভাড়াটে কিলার। সে শাহাদত বাহিনীর হয়ে বেশকটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে।

ভারতের বাগদা থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁও মহকুমার বাগদা থানা এলাকা থেকে মুক্তার হোসেন মুক্তা ওরফে রাজু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। এরপর ২৪ ফেব্রুয়ারি একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। বাগদা পুলিশ আরো জানায়, মুক্তা ভারতে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে ৩টি মামলা রয়েছে। সে ভারতে রাজু মন্ডল নামে পরিচিত। তার আইডি কার্ডে বাবার নাম রহমান মন্ডল লেখা রয়েছে।

বিভাগীয় প্রধান

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।