২ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

২ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের আর্থিক খাত উন্নয়নে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ৩০ জুন (মঙ্গলবার) এ লক্ষ্যে একটি ঋণ চুক্তি সই হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ই কাইমস এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ। এ সময় জানানো হয়, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের রফতানি ও ম্যানুফ্যাকচারিং খাতে দীর্ঘমেয়াদি ঋণের সুবিধা সম্প্রসারণ, আর্থিক খাতের সুপারভিশন ও রেগুলেশন ক্ষমতা আরো শক্তিশালীকরণ এবং মূলধন সঞ্চয়ন বৃদ্ধি করা সম্ভব হবে, যা আর্থিক খাত শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

প্রসঙ্গত, উপযুক্ত ঋণের ডিজবাজড এ্যামাউন্টের ওপর বিশ্বব্যাংকের বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এ ঋণের অর্থ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে।

নিজস্ব প্রতিনিধি