ভাস্কর্য! (ফারহানা খানম)

ভাস্কর্য! (ফারহানা খানম)

 

কবি: ফারহানা খানম।

~~~ভাস্কর্য!~~~
—ফারহানা খানম—

*******************************************************************************
ভাঙা মন্দিরের চাতালে বসেই খুব যত্নে গড়ছি ভাস্কর্য!
ফুটিয়ে তুলছি তোমায়; নিপুণ হাতে।
কেটে চলেছি শিল্পিত ছন্দে
চোখ মুখ নাক শরিরের বাঁক নিখুঁত আঁচরে।
তুমি সামনেই বসে,
স্বপ্নময় দুটি চোখ সৌম্য মুখে
স্নিগ্ধ হাসি দেখে নিচ্ছি চারপাশে চিত্রিত তুমিকে।
এখানে প্রোথিত তোমার শেকড়
আর মন্দিরের দেয়ালে দেয়ালে তুমি
পটভূমিতে ঐতিহ্য জলের প্রচ্ছদে সময়
নির্মান করে অতীতের সম্মিলন!
এবারে রঙের শেষ টান দেব
দৃষ্টি ফোটা তুলির টানে
এই শুরু কবি বোধনের লগ্ন!
চোখ মেললেন কবি!
দৃষ্টিতে আমার অন্তরালে থাকা তপস্বিনী!
তিনি উঠে এলেন
চাতালে বললেন ‘এস দেবী, চল তপোবনে’
পড়ে থাকে ছেনি আর রংতুলি
আমার দুহাতে তখনো ছাই মাটি মাখা,
পরম বিস্ময়ে দেখি পথ মিশেছে পথেই।

_______________________________________________________________

অতিথি লেখক