উত্তরায় চার রেস্তোরাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

উত্তরায় চার রেস্তোরাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর উত্তরায় ভেজাল খাবার তৈরীর অভিযোগে চার রেস্তোরাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমান আদালত। ৬ জুলাই (সোমবার) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদ ও সাব অ্যাডজুটেন্ট মো. হালিউজ্জামান। এ সময় র‍্যাব-১ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহমেদ জানান, দীর্ঘদিন যাবত উত্তরায় রেস্তোরাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট ও পচে যাওয়া মশলা দিয়ে খাবার তৈরী করে আসছে। ওই খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পরছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা এলাকায় সেফ দ্যা সিটি উত্তরা, ফাগুনী রেস্তোরা, সোনারগাঁও এবং ব্রকলী রেস্তোরায় অভিযান চালানো হয়। এ সময় পঁচা তেল ও মশলা দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, খাবারে ময়লা থাকায় এবং বাসি খাবার বিক্রয় করার অভিযোগে সেফ দ্যা সিটিকে ২০ হাজার, ফাগুনী রেস্তোরাকে ৩০ হাজার, সোনারগাঁও এবং ব্রকলী রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রোস্তোরাগুলোর বিরুদ্ধে ভোক্তা আইনে মামলা করা হয়। ফিরোজ আহমেদ আরো জানান, ইতোপূর্বে উত্তরায় সী-সেলসহ নামি দামি বেশ কয়েকটি চাইনিজ রেষ্টেুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিনিধি