আফগানিস্তানের বিমান বন্দরে বোমা বিস্ফোরণঃ নিহত ৯,আহত ১০

আফগানিস্তানের বিমান বন্দরে বোমা বিস্ফোরণঃ নিহত ৯,আহত ১০

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ আফগানিস্তানের নানগারহার প্রদেশের কেন্দ্রীয় শহর জালালাবাদের বিমান বন্দরের প্রবেশপথে গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত নয় জন নিহত এবং আরও দশ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিন আফগান সৈন্য রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদ জিয়া আব্দুলযাই বলেছেন, মার্কিন সেনারা বিমান বন্দর এলাকা ঘিরে রেখেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালেবান ওই হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের হামলায় বেশ কয়েক জন মার্কিন সেনা নিহত হয়েছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কোরআন পোড়ানোর পর থেকেই নানগারহার প্রদেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। কয়েক দিন আগে নানগারহার প্রদেশে বিক্ষোভের সময় গুলি করে দুই মার্কিন সেনাকে হত্যা করেছে। আফগানিস্তানে কোরআন পোড়ানোর প্রতিবাদে গত ছয় দিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গত সোমবার মার্কিন নিয়ন্ত্রিত বাগরাম ঘাঁটিতে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।

সূত্রঃ বিবিসি অনলাইন।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।