প্রশাসনে রদবদল

প্রশাসনে রদবদল

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক গোপাল কৃষ্ণ ভট্টাচার্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব), অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মনোয়ার আহমেদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আহসানুল জব্বার জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।

ব্যান্সডক-এর পরিচালক মিজানুর রহমান বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) , বাংলাগভনেট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগপূর্বক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সংযুক্তি, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক ইরতিজা আহমেদ চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)এর সদস্য শেখ মো. শামীম ইকবাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগপূর্বক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত, ইকনোমিক এ্যামপাওয়ারমেন্ট অব ওমেন এন্টারপ্রিনিউওর প্রজেক্ট(২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগপূর্বক মহিলা ও শিশু বিভাগে সংযুক্ত, বাংলাদেশ জাতীয় যাদুঘরের সচিব ড.মো.ফারুক হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগপূর্বক শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মাহমুদুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব , দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর/স্থানে ৭৬ টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সস্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতাউল হক দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর/স্থানে ১৫৬ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সস্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( যুগ্মসচিব, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত) মোহাম্মদ আব্দুল মান্নান ভূমি মন্ত্রণালয়ের হিসাব রক্ষক (রাজস্ব),  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব গৌতম কুমার ভট্টাচার্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক, জনাপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত) মো. আহসান হাবিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. জাফর আলম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য,  শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরথ কুমার সরকার বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক ( অনুষ্ঠান), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব)  দীল মোহাম্মদ জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া কুস্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা  কেএম রাহাতুল ইসলাম বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা (যুগ্মসচিব) মৃণাল কান্তি দেব সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

এসবিডি নিউজ ডেস্ক