নতুন পে-স্কেলঃ আরও যাচাই-বাছাই

নতুন পে-স্কেলঃ আরও যাচাই-বাছাই

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24ডট কমঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের (বেতন কাঠামো) প্রতিবেদন অনুমোদনের জন্য ২ আগষ্ট (সোমবার) মন্ত্রিসভায় উঠার কথা থাকলেও তা উঠছে না। নানা জটিলতা দেখা দেয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য আরও এক সপ্তাহ পিছিয়ে দেয়া হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সচিব কমিটির যাচাই-বাছাই শেষে সুপারিশগুলো প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত এসে এটি অর্থমন্ত্রীর কাছে রয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, নতুন পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল তুলে দেয়ায় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকসহ সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ অবস্থায় এসব জটিলতা কাটিয়ে উঠতে না পারলে পে-স্কেল সোমবার মন্ত্রিসভায় উঠার সম্ভাবনা কম।

এর আগে গত ২৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার পে-স্কেল মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উঠতে পারে বলে জানিয়েছিলেন। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের সুপারিশগুলো অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তৈরি হলেও শেষ পর্যন্ত নতুন করে জটিলতা দেখা দিয়েছে। এ কারণে নির্ধারিত দিনে পে-স্কেলের সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উঠার সম্ভাবনা কম। এটি আরো দুই-এক সপ্তাহ লাগতে পারে।  ওই সূত্রটি আরও জানায়, মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরও পে-স্কেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হবে। সেগুলো শেষ হতে আগামী সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত সময় লেগে যাবে।

বিশেষ প্রতিনিধি