পুলিশের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে

পুলিশের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পুলিশের আচরণগত ত্রুটি নিয়ে কাজ করতে স্বরাষ্ট্ রমন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত পুলিশ সদস্যদের আচরণগত ত্রুটি নিয়ে কাজ করা। আইনি সহায়তার জন্য মানুষ থানায় যান। পুলিশের কাছ থেকে তারা এ রকম আচরণ প্রত্যাশা করেন না। শিশু রাজন হত্যার ঘটনাকে নির্মম, অমানবিক, অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দায়িত্বে অবহেলার জন্য যে তিনজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, তাদের অপরাধ ফৌজদারি অপরাধের সমতুল্য। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা তো হবেই, এর বাইরে তাদের অপরাধ ফৌজদারির সমতুল্য। তাই ফৌজদারি আইনেও তাদের বিচার করা উচিত।

৪ আগষ্ট (মঙ্গলবার) সিলেটে সামিউল আলম রাজনের বাড়িতে যান মিজানুর রহমান। সেখানে তিনি নিহত সামিউলের মা, বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবাধিকার কমিশন পর্যবেক্ষণ করছে রাজন হত্যার বিচার যেন দ্রুত হয়। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের ফৌজদারি আইনে বিচার হওয়া দরকার বলে তিনি মনে করেন। এছাড়াও নোয়াখালীর কিশোর মিলন হত্যার বিচার নিয়ে মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া চিঠি দিয়েছে। কমিশন বিষয়টি নজরদারিতে রেখেছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আসামিরা যতই প্রভাবশালী হোক না কেন, রাষ্ট্রের উচিত সব ধরনের ফাকফোকর দূর করে তাদের বিচারের কাঠগড়ায় দাড় করানো। দ্রুত সময়ে যেন এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হয়। এই চার্জশিটে যেন কোনো পদ্ধতিগত ত্রুটি না থাকে। আসামিরা যেন কোনো ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। যতক্ষণ না এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ আমাদের নজরদারি থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। এই আশ্বাস কেবল আশ্বাস থাকলেই হবে না। আমরা বিশ্বাস করতে চাই, প্রকৃত অর্থেই এর দ্রুত বিচার হবে। যদি এই মামলা নিয়ে কোনো টালবাহানা চলে, তাহলে কমিশন চুপচাপ বসে থাকবে না।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিশোর শামছুদ্দিন মিলন হত্যার বিচার সম্পর্কে মিজানুর বলেন, এ ধরনের ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কোনো দফারফা হতে পারে না। এটি আইনের লঙ্ঘন। মানবাধিকার কমিশন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া চিঠি দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

এসবিডি নিউজ ডেস্ক

Related articles