আসছে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

আসছে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল এবং দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর এই কর্মসূচি দেয়ার সম্ভবনা রয়েছে।

৩০ আগস্ট (রোববার) রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। যদিও জোটের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ আগস্ট শরিকদের সঙ্গে বসেছিলেন খালেদা জিয়া। রোববারে বৈঠকের শুরুতে জোটের অন্যতম শীর্ষ নেতা জাতীয় পার্টির একাংশের নেতা প্রয়াত কাজী জাফরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আলোচনায় প্রধান্য পায়। জোটের কয়েকজন নেতা এই ইস্যুতে হরতাল দেয়া কথা বললেও বেশিরভাগ নেতাই এর বিরোধিতা করেন।

তারা বলেন, জোটের প্রতিকুল পরিবেশে এই মুহূর্তে বড় কর্মসূচিতে যাওয়া ঠিক হবে না। এমনকি ঢাকায় বড় ধরনের সমাবেশ করার বিষয়ে আলোচনা হলেও সেটিও বাদ দেয়া হয়। পরে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পর আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দেয়া হতে পারে। সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

নিজস্ব প্রতিনিধি