বর্তমান সরকার এ পর্যন্ত বিসিএস ক্যাডার পদে তিন হাজার ৬৫৩ জনকে নিয়োগ দিয়েছেঃ সৈয়দ আশরাফ

বর্তমান সরকার এ পর্যন্ত বিসিএস ক্যাডার পদে তিন হাজার ৬৫৩ জনকে নিয়োগ দিয়েছেঃ সৈয়দ আশরাফ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রশাসনিক প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজন আছে। তা না হলে প্রশাসনের দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেবে। তবে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোয় চুক্তিভিত্তিক নিয়োগের পরিমাণ কমবে। আজ মঙ্গলবার সংসদে অপু উকিলের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা জানান। এ বিষয়ে অপু উকিলের প্রশ্ন ছিল, সরকারি কর্মকর্তাদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ করার পর প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজন আছে কি না। এর আগে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে আশরাফ জানান, দক্ষ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকার সিভিল সার্ভিস আইন প্রণয়নের কাজ শুরু করেছে। এটি হলে সব স্তরে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে। ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার এ পর্যন্ত বিসিএস ক্যাডার পদে তিন হাজার ৬৫৩ জনকে নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ১৭ হাজার ৭১৩টি পদ তৈরি করেছে। আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭২৬।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।