শিউলীর প্রতিশ্রুতি (রওশন হাসান)

শিউলীর প্রতিশ্রুতি (রওশন হাসান)

 

ছবি: রওশন হাসান।

~~~শিউলীর প্রতিশ্রুতি~~~

—-রওশন হাসান—-

*********************************************************************************************

জেগে উঠি মধ্য রাতে সুবাস সুখে
জানালার় আঁধারে কে যেনো ডাকে
ছয়টি পাপড়ির দেহে শিউলী জাগে
এক নিশিথিনী জোৎস্নালোক মাখে l
হ্নদয়ে দোলায় কবিতার হাওয়া
অনুষঙ্গে আমার হারিয়ে যাওয়া
জাগানিয়া গানে তৃস্না ছড়িয়ে
শিউলীর অন্তর থাকে জড়িয়ে
কত কথা দুজনেতে করি আলাপন
কখন যে পেরিয়ে যায় রজনীর ক্ষণ
ঝরে পড়ে শিউলি প্রাতে তখন
আমি কাঁদি কেনো সে ঝরে সূর্যের সাথে
সাথী হয়ে ছিলো যে গহীন রাতে l
দেখা হলো ভোরে মাটির পরে
ধূলো মাখা গায় বিলাপ ভরে
লুটিয়ে সেথা মোলায়েম কমলা সাদা দেহ
শিশিরের চোখে তার পরম স্নেহ
ছুটে যাই আমি ঝরা ফুলেদের কাছে
রাতের কাহিনী যেথা স্বর্ণে লেখা আছে
আঁচলে সুবাসে ছড়ায় আভা রাতের কলি
আমি ডাকি বিধুর কন্ঠে শিউলী,শিউলী
সূর্যালোকে আঁখি কেনো জড়সড়
সখী কেন ভাষাহীন হারায় এমনিতর ?
আমার পায়ের নীচে হাস্যোজ্জ্বল এক ঘাসফুল
আমি যেন তারে করি আমার কানের দুল
বলে সে ‘নই আমি রুপবতী শিউলী’ তবে
ঝরা ফুল রাখি বুকে নিভৃতে নীরবে
বলে সে শিউলীর সাথে আবার তোমার হবে দেখা
দিনান্তে সূর্য যখন ছড়াবে বিদায়ী রেখা
এক প্রতিশ্রুতিতে মেলাতে আঁখি রাতের প্রহরে
আমার প্রেমে ও পূজায় তারে যেনো রাখি মনে
অনুরণনে, অভিবাদনে
সারাদিনমান ধরে l

______________________________________________________________

অতিথি লেখক