ব্রডব্যান্ডের গতি বাড়ানোর নীতিমালা

ব্রডব্যান্ডের গতি বাড়ানোর নীতিমালা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কোনো ইন্টারনেট সংযোগকে ব্রডব্যান্ড বলতে হলে তার গতি হতে হবে সর্বনিম্ন ৫ এমবিপিএস। বর্তমানে ২ এমবিপিএস গতির ব্যান্ডউইথকে ব্রডব্যান্ড বলা হয়।

সরকারি নতুন নীতিমালায় এ কথা বলা হয়েছে। এই নীতিমালা বাস্তবায়ন হলে দ্বিগুণেরও বেশি গতি বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেটের। এ লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ‘জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯’ সংশোধনের জন্য একটি খসড়া প্রস্তাব পাঠাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটআরসি) নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসিতে পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্রডব্যান্ড নীতিমালাটি নেয়া হয়েছিল প্রায় ছয় বছর আগে। এতোদিনে প্রযুক্তি অনেক এগিয়েছে। মানুষের ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা বেড়েছে। সাইবার অপরাধের মতো নতুন নতুন সমস্যার উদ্ভব হয়েছে। পুরোনো নীতিমালায় যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেগুলো সময়ের আগেই অর্জিত হয়েছে। তাই নতুন করে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিনিধি

Related articles