উদ্বাস্তু প্রণয়(রওশন হাসান)

উদ্বাস্তু প্রণয়(রওশন হাসান)
ছবি: রওশন হাসান।

~~উদ্বাস্তু প্রণয়~~
—-রওশন হাসান—-

*********************************************************************************************

নদীর পাড়ে বহুকাল ধরে
এক বিস্তৃত শাখার মহীরুহ
কতকাল কালের সাক্ষী হয়ে
শেকড়পায়ে আছে দাঁড়িয়ে
জল ও আকাশের মায়ায় বেড়ে ওঠা জীবন
জলরঙ, গগনস্পর্শী প্রেমে ও প্রার্থনায়
আসে বসন্ত, আসে শীত, শরত
আকাশ-বাতাসের সাথে
বদলায় ফুল-পাতাদের রঙরুপ
ফুলগুলো ভেসে চলে মৃদু স্রোতে ঝরে যাওয়া রীতিতে
এপার থেকে ওপারে সৌহার্দ্য আবেশে
গাছের ছায়ায় শ্রান্ত আপ্লুতবেলায়
পথিকবরের পথচলা বিরামে এক আবেগস্হিতি স্হল।

>>>

একদিন আসে উত্তাল ঝড় দৈবক্রমে
ভাঙে শখের ডাল
তখনও হয়নি সকাল
আঁধারে নামে বিরহকাল
একটি হাত যেনো গেলো খসে
রয়ে গেলো চিহ্ন কাঠ শরীরে
সে ডালটি উথাল-পাতাল স্রোতে
শুধু ভেসেই চলছিলো
কখনও কখনও নদীকূলের মাটি
ছুঁয়ে ছুঁয়ে করছিলো জীবন অস্তিত্ব অনুভব
কূলে ভেরার অব্যর্থ চেষ্টায়
শেকড় ও মাটিতে পুনরায় সংযোজনের আশায়,
ভাসমান ভালোবাসার নিষ্ঠায়।
উন্মত্ত ঢেউ এসে আবারও নেয় ভাসিয়ে দূরে বহুদূর
ভাসতে থাকে, ভিজতে থাকে
অতলে, কূলে, ঢেউয়ের বুকে
সঙ্গীবিহীন ঢেউগুলোর ক্ষনূ সঙ্গী হয়ে
ঢেউগুলো ডালটিকে আঁকড়ে ধরে বুকে বয়ে চলে উন্মাদিনী সুখে
ডালটি যেনো না পায় কূলের নাগাল
জানতেও পারেনি কখনও সে অবুঝ অচেতন ঢেউ
কখন যে ডালটি হারিয়েছে প্রাণ
বিরাণ প্রেমের রেখেছে সম্মান
গাছ থেকে খসে পড়া রক্তবিহীন, সম্পর্কহীন
এ পরিচয়হীন ভবঘুরে
পারেনি সইতে বিচ্ছেদ
ঢেউগুলো বুঝতেও পারেনি
বয়ে নিয়ে চলেছে পচন ডালের মরদেহ বহুদিন ধরে
বিরামহীন বুকে তার উদ্বাস্তু প্রণয়ী সুখে।

___________________________________________________________________

অতিথি লেখক