সভাপতি আলতাফ, মহাসচিব ফারুক

সভাপতি আলতাফ, মহাসচিব ফারুক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে ১০১ ভোট বেশি পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ। মহাসচিব পদে ৪২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক (বাসস)।

এদিকে, ঢাকার ভোটে কোষাধ্যক্ষ পদে ৭১১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আতাউর রহমান (বাসস)। এছাড়া, যুগ্ম মহাসচিব পদে ৫০১ ভোট পেয়ে অমিয় ঘটক পুলক (অবজারভার) এবং সহ-সভাপতি পদে ৯০০ ভোট পেয়ে জাফর ওয়াজেদ (জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন। নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সৈয়দ ইশতিয়াক রেজা (একাত্তর টেলিভিশন) ৮০৯ ভোট, মফিদা আকবর ৭২২, শফিউদ্দিন আহমদ বিটু (দৈনিক নয়াদিগন্ত) ৫৮২, স্বপন দাসগুপ্ত (দৈনিক বর্তমান) ৫৯৬ ভোট।

ঢাকার মোট ভোটার ২ হাজার ৫১১। এর মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৪২৮টি।

এছাড়া, ঢাকার ভোটারের মধ্যে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল ভূঁইয়া ৬০৫ ভোট, সহ সভাপতি পদের নাসিমুন আরা হক মিনু ৪৪০, মহাসচিব পদে মোল্লা জালাল ৫৭৫, খায়রুজ্জামান কামাল ২৩৩, কোষাধ্যক্ষ পদে মধুসূধন মন্ডল ৬২৬, যুগ্ম মহাসচিব পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রফিকুল ইসলাম সবুজ ৪৪৫ এবং আব্দুল মজিদ পেয়েছেন ৪১৩ ভোট।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৮ নভেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, নায়ায়ণগঞ্জ ও কক্সবাজারে ভোটগ্রহণ হয়।

নিজস্ব প্রতিনিধি