শুরু হয়েছে ব্যালট পেপার পাঠানো

শুরু হয়েছে ব্যালট পেপার পাঠানো

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পৌর নির্বাচন সামনে রেখে জেলায় জেলায় ব্যালট পেপার পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। ২৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ছাপানো ব্যালট পেপার পাঠানো শুরু হয়। প্রথম ধাপে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট ৩১টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়। শনিবার বাকি জেলার পৌরসভাগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে।

প্রার্থিতা প্রত্যাহারের পরপরই পৌর নির্বাচনের ব্যালট পেপার ছাপার কাজ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। তবে আদালতের আদেশে অনেকে প্রার্থিতা ফিরে পাওয়ায় নতুন করে ব্যালট পেপার ছাপানো নিয়ে বিপাকে পড়ে কমিশন। তবে শেষ পর্যন্ত সব সমস্য কাটিয়ে ছাপার কাজ শেষ করতে সক্ষম হয় তারা। পৌর নির্বাচন উপলক্ষে প্রায় আড়াই কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

নিজস্ব প্রতিনিধি

Related articles