ঘুমাবে না নষ্ট রাত (নূর কামরুন নাহার)

ঘুমাবে না নষ্ট রাত (নূর কামরুন নাহার)

 

ছবি: নূর কামরুন নাহার।

—ঘুমাবে না নষ্ট রাত—

~~নূর কামরুন নাহার~~

******************************************************************************************

এখন ঘুমানো যায়,
শহরের গলিতে গলিতে রাত নেমেছে ।
পথগুলো ফিরে এসেছে নাঙ্গা পায়ে
রাতের লাইট পোস্ট নিঃসঙ্গ পাহারায়
নিভে গেছে নাগরিক আলো।
পর্দার অন্তরালে নেমেছে অন্তরঙ্গ আঁধার ।

>>>

এখন ঘুমানো যায়
থেমে গেছে জীবিকার শেষ কোলাহল।
অষ্পষ্ট আলোয় খুলে গেছে জীবনে নগ্নতার ভাঁজ
জানালায় জেগে থাকা শেষ শ্রান্ত চেখে
জড়ায়েছে তন্দ্রা প্রার্থিত পুরুষের মতো
দূরে একটানা ডেকে যাওয়া বেওয়ারিশ
কুকুরের ডাক থেমে গেছে।
নিঃশব্দে আকাশ ঝুঁকে গেছে মৃত্তিকার প্রেমে।
নক্ষত্রের ছায়া নিয়ে ঘুমায়েছে নদী ।

>>>

এখন ঘুমানো যায়,
শহরের অলিতে গলিতে রাত নেমেছে।
তবু ঘুমাবো না আমি, ঘুমাবে না নষ্ট রাত।
__________________________________________________________________

অতিথি লেখক