তুমি (ফারহানা খানম)

তুমি (ফারহানা খানম)

 

কবি: ফারহানা খানম।

~~~তুমি~~~

——-ফারহানা খানম——*****************************************************************************************

তোমার কবিতাগুলো ইদানিং বড্ড ভাবায়
যখন লিখলে পৌরাণিক চেহারায় যুবক …
আমার বুকে তোলপাড় তুমি লিখেছিলে
আসবে আর্য্ব যুবক কপালে তিলক!
আমার মন জলে থই থই…
শুভ্রকে নিয়ে লেখা কবিতা
মনে বড্ড জ্বালা ধরায় লিখলে
‘ছোট্ট ঘরে আমরা দুজনা বাইরে অঝর শ্রাবন’
আমি তখন ভেবেই আকুল!!
ছোট্ট পাখি মৌটুসি কার সচকিত
দৃষ্টি তোমার আরাধ্য আনন্দ?
বলবে তুমি সেই বৃষ্টিমুখর দিনে
কার বুকে মাথা রেখে বলেছিলে ”ভালবাসি”?
মৌটুসি ইদানিং খুব ভাবি
কে আছে তোমার মন জুড়ে ?
কে তোমার আনন্দের সঞ্চার?
অতঃপর একটাই মুখ দেখি আমি !!!
তোমার সমস্ত কবিতায় আমি আর তোমার চেতনা।

অতিথি লেখক