সঞ্চয় (রুবিনা চৌধুরী)

সঞ্চয় (রুবিনা চৌধুরী)

 

ছবি: রুবিনা চৌধুরী।

~~~সঞ্চয়~~~
–রুবিনা চৌধুরী–

***************************************************************************************

তুলোর ভাজের যত্নে ক্ষরণ তুলেছি ব্যাংকের লকারে,

যেখানে পূঁজি তোমার সারাজীবনের সঞ্চিত মোহর।

আমি অকাতরে সাজাই সঙ্গোপন, কাতারে সোকেজে।

গুছিয়েছি তোমার অকষ্টে সংকলন, বহুযুগ ধরে

যা কিছু ছিল অজানায় পৃথিবীর আনাচে কানাচে।

আমি আয়াস কষ্টের অস্তরের প্রলেপ মাখিয়ে ব্যর্থতায়,

দ্ব্যর্থকতার উপকরণে জমিয়ে দই পাতি হাড়িতে।

নোনা জলটুকু বন্ধক দিয়েছিলাম সাগরের কাছে,

শক্তিতে কেড়েছে মহাসাগর, চাবিটা পাতাল লাভায় গলিয়ে।

শুনেছি, কাড়াকাড়ি চলছে এখন প্রশান্ত-আটলান্টিকে।
_________________________________________________________________

 

অতিথি লেখক