প্রিয় বলেই ডাকি (ফাতেমা হক মুক্তা)

প্রিয় বলেই ডাকি (ফাতেমা হক মুক্তা)

 

ছবি: ফাতেমা হক মুক্তা।

~~~প্রিয় বলেই ডাকি~~~
—-ফাতেমা হক মুক্তা—-

*****************************************************************************************

ডুবুডুবু সূর্য এখন আমার, অনেক প্রিয়–
কোন নিয়মে, কোন অভিমানে, সূর্য
রোজ আঁধারের বুকে মুখ লুকায়,
এখন আমি সেটা বুঝি।
>>>
আমিও এখন ঐ ডুবুডুবু সূর্যের মতো,
ওর ও যত দু:খ, আমারও ততো
কতটা নীরবে পুড়লে,
কতটা কষ্ট বুকে লালন করলে
কতটা ব্যথা মুখ বুজে সইলে
নিজ রুপ রক্তবর্ণ হয়,
এখন আমি সেটা জানি।
>>>
কেও কি কখনো দেখেছে ভেবে
এই অবুঝ সূর্যের বুক —
আগুনে দিয়ে গড়া কেন?
>>>
যখন সন্ধ্যে হয়
আমিও তখন রক্তবর্ণ ধারণ করি
আমিও কষ্ট লুকিয়ে আঁধারের বুকে মাথা রাখি
আমিও রঙ হীন হয়ে নিস্তেজ হয়ে পড়ি।
>>>
ডুবুডুবু সূর্য আর আমি
ইদানীং খুব কাছের বন্ধু
আমাদের এখন রোজ দেখা হয় কথা হয় মনের,
দুজনই দুজনার ছবি আঁকি
আকাশের বুকে, মেঘের রঙ দিয়ে
দুজুনই, দুজনাকে *প্রিয় বলেই ডাকি।

________________________________________________________________

অতিথি লেখক