সাংবাদিক সমাজ কোনো নির্দেশের কাছে তাদের কলম বিকিয়ে দেবে নাঃ ইকবাল সোবহান চৌধুরী

সাংবাদিক সমাজ কোনো নির্দেশের কাছে তাদের কলম বিকিয়ে দেবে নাঃ ইকবাল সোবহান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করবেন সাংবাদিকেরা। এ ছাড়া আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত ঢাকার বাইরে সারা দেশে প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে গণ-অনশন কর্মসূচিতে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে এই ঘোষণা দেন সাংবাদিকেরা। সকাল ১০টায় কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।

গণ-অনশন কর্মসূচিতে বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিকদের দাবিয়ে রাখা যাবে না। আমাদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা গর্জে উঠবই।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘কোনো রক্তচক্ষুর কাছে আমরা মাথা নত করব না। সাংবাদিক সমাজ কোনো নির্দেশের কাছে তাদের কলম বিকিয়ে দেবে না। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাগর-রুনি দম্পতিসহ সব সাংবাদিকের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’
বিএফইউজের আরেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘মনে হয়, পেছনের দরজা দিয়ে আদালতের আশ্রয় নেয়া হচ্ছে। সাংবাদিকতার স্বাধীনতায় যারাই হাত বাড়িয়েছে, তাদের হাত পুড়ে গেছে। এ ধরনের পদক্ষেপ আমরা প্রতিহত করবই।’
গণ-অনশনের কর্মসূচি চলাকালে সাংবাদিক নেতারা আরও বলেন, দাবি আদায়ের জন্য তাঁরা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখবেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এই গণ-অনশন কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান এবং ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও আরেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।

নিজস্ব প্রতিনিধি

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।