চিরশত্রুদের বরখাস্ত করি, দেশে কিংবা প্রবাসে

চিরশত্রুদের বরখাস্ত করি, দেশে কিংবা প্রবাসে
ছবি: খুরশীদ শাম্মী।

খুরশীদ শাম্মী: বাংলাদেশ কোটি কোটি টাকার গার্মেন্টস ব্যবসা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তা ভালোলাগে না দেশের শত্রুদের। ভালোলাগে না তাদের দেশের উন্নয়ন, কালিমা মুক্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম। গতকাল জংগী হামলায় পরিচিত ইতালিয়ান এক বাইয়িং অফিসের পাঁচজন হত্যা হয়।


সারাজীবন দেশের খেয়ে, দেশের পরে ওরা সব সময় কাজ করে যাচ্ছে দেশের শত্রুদের জন্য। ১লা জুলাই, ২০১৬ এর আক্রমণও এবং একাধিক হত্যাকাণ্ড এমন একটা বিষয়।

এরা বাংলাদেশের মানুষদের ধর্ম ভীরুতা হাতিয়ার হিসেবে ব্যবহার করে আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে। তাই দেশের প্রতিটি মানুষের প্রতি অনুরোধ দয়া করে যদি ধর্ম নিয়ে অতি বারাবারি না করে বরং ভেবে চিন্তে ধর্মচর্চা করেন তবে হয়তো ইনোসেন্ট মানুষদের বাঁচানো এবং দেশের অর্থনৈতিক অবস্থা রক্ষা করা সম্ভব। এবং সাথে সাথে সম্ভব হবে দেশের ভাবমূর্তি রক্ষা করা।

আসুন ধর্ম পালনে পরিমিত বোধ টুকুন কাজে লাগাই। আমাদের চিরশত্রুদের বরখাস্ত করি, দেশে কিংবা প্রবাসে। এবং দেশ, সমাজ এবং বিশ্বকে শান্তিতে রাখি।

অতিথি লেখক

Related articles