পরলোকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় পরিচালক আব্বাস কিয়ারোস্তামি

পরলোকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় পরিচালক আব্বাস কিয়ারোস্তামি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পরলোকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় পরিচালক আব্বাস কিয়ারোস্তামি। ৪ জুলাই (সোমবার)  ফ্রান্সের প্যারিসে, ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিখ্যাত ইরানিয়ান নির্মাতা, চিত্রনাট্য রচয়িতা, চিত্রগ্রাহক এবং প্রযোজক। ১৯৭০ সাল থেকে চলচ্চিত্র নির্মানের সাথে জড়িত এই পরিচালক তার জীবদ্দশায় মোট ৪০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার মধ্যে বেশ কিছু তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে।


‘টেস্ট অফ চেরী’ চলচ্চিত্রের সুবাদে তিনি ১৯৯৭ সালের কান উৎসবে জিতে নেন পাম ডি’অর পুরস্কার। ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ইরানেই বসবাস করতেন এবং সেখানেই চলচ্চিত্র নির্মান করতেন। তবে মাহমুদ আহমেদিনিজাদ ইরানের ক্ষমতায় আসার পর থেকে কিয়ারোস্তামি ইরানের বাইরে তার চলচ্চিত্রের চিত্রধারণ করতেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জাপানি সিনেমা ‘লাইক সামওয়ান ইন লাভ’ আব্বাস কিয়ারোস্তামি নির্মিত সর্বশেষ চলচ্চিত্র।


আব্বাস কিয়ারোস্তামি ১৯৪০ সালের ২২ জুন তেহরানে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন যার মধ্যে ‘ওয়াকিং উইথ দি উইন্ড’ এবং ‘স্নো হোয়াইট’ উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles