একজন অতিরিক্ত সচিবসহ প্রশাসনে ১৪ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে

একজন অতিরিক্ত সচিবসহ প্রশাসনে ১৪ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ একজন অতিরিক্ত সচিবসহ প্রশাসনে ১৪ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। অবশিষ্ট ১৩ জন প্রশাসনের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তা।  ১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক ২টি প্রজ্ঞাপনে এসব রদবদলের আদেশ জারি করা হয়।  রদবদলে সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত অতিরিক্ত সচিব মুজিবুর রহমান হাওলাদারকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যুগ্মসচিব পর্যায়ের রদবদলে ওএসডি যুগ্মসচিব সাজ্জাদ কবীরকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক, ড. এ এফ এম মনজুর কাদীরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া সম্প্রতি যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার মো. মহিউদ্দিন, দিনাজপুরের আব্দুল খালেক, ভোলার সৈয়দ নেছার আহমেদ রুমী, কুড়িগ্রামের ইব্রাহীম খলিল, চুয়াডাঙ্গার নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং বরগুনার এম এম সুলতান মাহমুদকে ওএসডি করা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত উপসচিব কমলা রঞ্জন দাশ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মতিউর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এ কে এম মাসুদুর রহমানকে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিতে তাদের স্থানীয় সরকার বিভাগে ন্যাস্ত করা হয়েছে। শিগগিরই স্থানীয় সরকার বিভাগ এসব কর্মকর্তাকে নিয়োগ দেবে।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।