বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সহায়তা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে প্রয়োজনীয় উপকরণ ও তালিকা চেয়েছে যুক্তরাষ্ট্র।


রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহিদুল হকের সঙ্গে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। পরে জানতে চাইলে আলোচনার বিষয় সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।


মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে করণীয় ঠিক করতে দু‘ দেশের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে। দু‘ দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের বাইরেও বিস্তারিত আলোচনা হয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় আগামীর পদক্ষেপ বাস্তবায়নের কৌশল নিয়ে।


মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, চলমান সহযোগিতার অংশ হিসেবে বৈঠক হলেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ইস্যু প্রাধান্য পেয়েছে।

নিজস্ব প্রতিনিধি