দূরত্বে দুঃখের চাষ (ফারহানা খানম)

দূরত্বে দুঃখের চাষ (ফারহানা খানম)

~~~~দূরত্বে দুঃখের চাষ~~~~
–—-ফারহানা খানম——-
********************************************************************************************

ছবি: ফারহানা খানম।

********************************************************************************************
টবের ছায়াটা ক্রমেই দীর্ঘ হতে হতে
ঠিক ফিরে আসে নিজ বৃত্তে
নিত্য ঘটনা দু -একটা ফুল ফোটে
ঝরে অনিত্যকাল ধরে গাছটা ওখানেই
আছে ঝড় বৃষ্টি রোদে দিব্যি টিকে আছে
অভ্যেস বলা যায় মনেই থাকে না
টবে একটা গাছ আছে যে গাছে
ফুল হয় যেমন মনেই ছিলনা
তুমি আমি এক শহরেই ছিলাম
মনে পড়লো প্রাসঙ্গিকভাবে
যখন বললে ”যাচ্ছি”
না কথপকথনে কোন সম্বোধন ছিলনা
একটা হুল ফুটলো কেবল বুকে
এই না জানাটা তীব্রতর প্রত্যাখ্যান আমাতেই আমাকেই…
বললাম এই যে ছিলে তাই তো জানিনা
তুমি বললে অবাক হচ্ছো কেন?
শহরটা আমাদের এখানে এই আলো হাওয়ায় মিশে আছে
অভিমান সংক্ষিপ্ত সম্ভাষণের পরেই বললে
যাচ্ছি ভালো থেকো বললাম তুমিও…
যাই, আসি নয় সত্যিই যাচ্ছে মানে চলেই যাওয়া
যেখানে ফিরে আসার কোন ইঙ্গিত নেই অবকাশও নেই তবুও
একটা ক্ষীণ আশা নীল সলতের মতো জ্বলে আছে
বুকের ভেতর আমার কি টবটার কাছে যাওয়া উচিৎ?

__________________________________________________________________

অতিথি লেখক