রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক জলির লাশ উদ্ধার

রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক জলির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলি’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাবি ক্যাম্পাসের শিক্ষকদের আবাসিক ভবন জুবেরীর ৩০৩ নম্বর কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

জুবেরি ভবনের ওই কক্ষে একাই থাকতেন আকতার জাহান। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকায় পড়াশোনা করে।

উল্লেখ্য, আকতার জাহানের ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। যোগাযোগ করতে না পেরে, তার ছেলে সোয়াদ ঢাকা থেকে সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে। পরে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তার কক্ষে যান।

সেখানে গিয়ে তারা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। আকতার জাহানের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক জলির মরদেহ দেখে প্রাথমিকভাবে জানিয়েছেন, এক দিনেরও বেশী সময় আগে তার মৃত্যু হয়েছে।

জুবেরি ভবনে তার রুমের দরজা ভেঙ্গে দেখা গেছে তিনি বিছানায় মশারির ভেতর ঘুমিয়ে আছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকায় আনা হবে। তার পরিবারের সকলে ঢাকায় থাকেন। তার ভাই ইতিমধ্যে মরদেহ আনতে ঢাকা থেকে রওনা হয়েছেন।

জুবেরি ভবনের ওই কক্ষে একাই থাকতেন আকতার জাহান। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকায় পড়াশোনা করে।

নিজস্ব প্রতিনিধি