হৈমন্তী (ফাতেমা হক মুক্তা)

হৈমন্তী (ফাতেমা হক মুক্তা)

 

ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** হৈমন্তী ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
************************************************************************************************

হেমন্তের এমন হীম তিথিতেও—
তুমি, আমি অনেকটা পথ এক সাথে হেঁটেছিলাম।
শিশিরে ভিজেছিল আমার
নূপুর পরা খালি পা
ভিজেছিল তোমার গোলাপী চিবুক,
চোখের চাহুনি।
মাঝে মাঝে উদাস হাওয়ায় উড়েছিল আমাদের খোলা চুল—–
রঙ হীন শিশিরে হেঁটে হেঁটে আমরা পাড়ি দিয়েছি
অসংখ্য নীলসাগর, মহাসাগর।
আজ আমরা কে কোথায়?
….
বড্ড ক্লান্ত আমাদের পা ক্লান্ত
আমাদের দেহ, মন — ক্লান্ত আমাদের হেমন্ত, ক্লান্ত হৈমন্তী।
শেষ আমাদের বর্ষা, শরৎ এখন আছে শুধুই স্মৃতি।
এক সময় হেঁটেছিলাম কুয়াশাচ্ছন্ন মেঠো পথে তুমি,
আমি এক সাথে—
আজ সেসব শিশির ভেজা পথ লোনা জলের নদী।
___________________________________________________________________________

অতিথি লেখক