কথাফুল (ফারহানা খানম)

কথাফুল (ফারহানা খানম)

~~~~কথাফুল~~~~
–—-ফারহানা খানম——********************************************************************************************

ছবি: ফারহানা খানম।

 

********************************************************************************************
জানতে চেয়েছিলাম কি করে শব্দের আবাদে ফোটে
”কথা ফুল” গুরু বললেন,
গভীর তপস্যায় মেলে আবাদযোগ্য ভূমি
কথাফুল ফোটাতে লাগে মনের সাথে
দীর্ঘ আলিঙ্গন কথাটার কোন মানে নেই
মনে হলো তবু খুঁজি অবিমিশ্র শব্দের অনুপম বিন্যাস
যখন অনুভবের বুদ্বুদ ওঠে বিমুর্ত অবয়বে
মনে মনে খুঁজি আবাদি জমি।

নদীর তীর, অকর্ষিত পলি আর বালির গভীরে দেখি
ফসলের মাঠ আনন্দমঠ!
রাত্রির ছায়াপথে তৈরি থাকে ব্যাঞ্জনাময়
তারা ঘাসফুলের বুকে শিশির আনায়াসে
লিখে ফেলে ভোর একাকি পথচারীর
ম্রিয়মাণ দৃষ্টিতে বিহ্বলতা যেন কষ্টের আবাদ।

দেখি অর্কিড ছুঁয়ে বয়ে যাওয়া বহুগামী
হাওয়ায় ফেঁপে ওঠে ফসিল ভূমি।
তবে আমার কথাফুল কিভাবে সাজাই?
__________________________________________________________________

অতিথি লেখক