কাগজে লেখা চিঠি (ফাতেমা হক মুক্তা)

কাগজে লেখা চিঠি (ফাতেমা হক মুক্তা)
ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** কাগজে লেখা চিঠি ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

কাগজে লেখা খোলা চিঠি অনেকবারই পড়েছো কিন্তু,
অন্তরে লেখা চিঠি কি পড়েছো?
পড়োনি—-

মনে পড়ে দক্ষিণের জানালা কেন খোলা রেখে দিতে
আঁধার রাতে কেনই বা একা একা হাঁটতে?
সে সময়ের চিঠি গুলো সবই ছিল
ভোর রাতে লেখা রাতে
ফোঁটা পবিত্র সৌরভ
সে চিঠিতে তুমি এসবের কিছুই জানলে না।

রাতের নির্জনতার কাছে
আমি সব সময়ই হেরেছি
চিঠির পাশাপাশি লিখেছি
অসংখ্য কবিতা
জানালায় বসে রাত পাখির গান শুনেছি।

কেবলই ভেবেছি যদি কখনো ফিরে আসো
আমায় তুমি চিনতে পারবে তো?
আমার বেহালার তারে বেজে ওঠে হাহাকার
তোমাকে ভোলাতে পারে এমন সাধ্য কার?

ভাবছি আবার একটা উপন্যাস লিখবো
সে উপন্যাসে লিখে দেবো—-
কোনও মানুষ যেন, মানুষকে কখনো ভালো না বাসে।।
_______________________________________________________________________

অতিথি লেখক