ঠাকুরঘর (ফাতেমা হক মুক্তা)

ঠাকুরঘর (ফাতেমা হক মুক্তা)
ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** ঠাকুরঘর ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

সূর্যের সাথে প্রদীপের তুলনা কি চলে?
প্রদীপ একটি ঘর আলোকিত করে,
বা একটি বাড়ি —
ঠিক তোমার মতো।

আর সূর্য—
সূর্য আলোকিত করে পুরো পৃথিবী।
তোমার আঙিনা, আমার আঙিনা—
সবার, ঠিক আমার মতো।
এটা কি অন্যায়, বলো?
এ আমার অহংকার ভাবলে ভুল করবে তুমি,
তোমরা সকলেই— সূর্যও মেঘে ঢাকে,
কুলসিত হয় মাঝেমাঝে নেমে আসে আঁধার,
সে কি স্থায়ী, তুমিই বলো?

এই হচ্ছে আমি, তুমি আমরা আমাদের পার্থক্য।
আমিও চেয়েছিলাম তুমি সূর্য হয়েই থেকে যাও
আমার ভুবনজয়ী হয়ে, কিন্তু তুমি হলে শপ্ত প্রদীপ।
হালকা ঝড়ো হাওয়াই নিভে গেলে
আঁধার হয়ে গেলো ঠাকুরঘর।
_______________________________________________________________________

অতিথি লেখক