শফিকুর সভাপতি এবং ফরিদা সম্পাদক

শফিকুর সভাপতি এবং ফরিদা সম্পাদক

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে মুহম্মদ শফিকুর রহমান সভাপতি এবং ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  সভাপতি পদে মুহম্মদ শফিকুর রহমান ৬৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ২৭৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৪৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের গণি চৌধুরী পেয়েছেন ৩৫২ ভোট।

অন্য পদে যারা জয়ী হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম ও আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান এবং কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি।


৩১ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২১৮ জন। এর মধ্যে প্রায় ১ হাজার ৮৮ জন ভোট দেন। নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন।

উল্লেখ্য, বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সদস্য ১ হাজার ৩২৬ জন। এর মধ্যে ১ হাজার ২৫৪ জন স্থায়ী ও ৭২ জন সহযোগী সদস্য।

editor

Related articles