৩৩ জন এসপির পদায়ন

৩৩ জন এসপির পদায়ন

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: পদোন্নতি পাওয়া ৩৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্নস্থানে পদায়ন করা হয়েছে। ১৭ জানুয়ারী (মঙ্গলবার) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


এতে জানানো হয়, সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ঢাকা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিমকে বরিশাল গৌরনদী সার্কেলে, ঢাকা এসবির মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ঢাকার পিআইবিতে, ঢাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের মো. জাহেদ পারভেজ চৌধুরীকে ঢাকার পিআইবিতে, খাগড়াছড়ির সদর সার্কেলের তাহসিন মাসরুফ হোসেন মাশফিকে বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মো. আমিনুল ইসলামকে পঞ্চগড় সদর সার্কেলে, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সুদীপ্ত রায়কে হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ঢাকা এসবির মো. দেলোয়ার হোসেনকে ব্রাহ্মনবাড়িয়া সদর সার্কেলে, রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসের সোহেল আহমেদকে রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসে, ডিএমপির রহমত উল্লাহ চৌধুরীকে ডিএমপিতে, খুলনার এ সার্কেলের মোহাম্মদ বদিউজ্জামানকে খুলনা এ সার্কেলে, ভোলা সদর সার্কেলের মো. মামুনুর রশীদকে জয়পুরহাট সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।


অপর দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপির মোহাম্মদ ইকবাল হাসান চৌধুরীকে কুড়িগ্রাম সদর সার্কেলে, ডিএমপির মো. জাহাঙ্গীর আলমকে ডিএমপিতে, ডিএমপির মো. আফজাল হোসেনকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ সার্কেলে, হাইওয়ে পুলিশের শৈলেন চাকমাকে হবিগঞ্জের বানিয়াচং সার্কেলে, ডিএমপির আবু ইউছুফকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে, বগুড়া গাবতলী সার্কেলের মো. গাজিউর রহমানকে দিনাজপুর সদর সার্কেলে, নারায়ণগঞ্জ সদর সার্কেলের লিমন রায়কে নওগাঁ সদর সার্কেলে, ডিএমপির লিপি সাহাকে সুনামগঞ্জের সদর সার্কেলে, ঢাকা এসপিবিএনের ফাহমিদা হক শেলীকে সিরাজগঞ্জ শাহজাদপুর সার্কেলে, শেরপুর সদর সার্কেলের আবদুল্লাহ বিন কালামকে গাইবান্ধা বি-সার্কেলে, ডিএমপির নুসরাত জাহান মুক্তাকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।


এদিকে ঢাকা এসবির ইভানা পারভীনকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী ডিআইজি অফিসের মো. মনিরুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি)তে, ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের তরিকুর রহমানকে ঢাকার সাভার সার্কেলে, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. তরিকুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর সার্কেলে, চট্রগ্রাম নবম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের শচীন চাকমাকে সিএমপিতে, ঢাকা এসবির নাসির আহম্মেদ সিকদারকে ঢাকা পিআইবিতে, ঢাকা এসবির মোহাম্মদ মোজাম্মেল হককে ঢাকার এসবিতে, শেরপুরের মোহাম্মদ সালাহউদ্দিন শিকদারকে চট্রগ্রাম জেলায়, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) শেখ মনিরুজ্জামান মিঠুকে বাগেরহাট মোড়লগঞ্জ সার্কেলে, জয়পুরহাট সদর সার্কেলের অশোক কুমারকে নীলফামারী সদর সার্কেলে এবং র‌্যাবের মো. শাহজাহান হোসেনকে ঢাকার পিআইবিতে পদায়ন করা হয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক