আর্সেনিক ঝুঁকিতে ১২ শতাংশ মানুষ

আর্সেনিক ঝুঁকিতে ১২ শতাংশ মানুষ

কাজী মাহফুজুর রহমান শুভ,এসবিডি নিউজ24 ডট কম: স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রারিক্ত (৫০ পিপিবি-এর উপরে) আর্সেনিক পাওয়া গেছে। বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। আর্সেনিক ঝুঁকি নিরসনের লক্ষ্যে ১৮৬৫০৪.৬১ লাখ টাকার একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২৪ জানুয়ারী (মঙ্গলবার) সংসদে শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বেগম লুৎফা তাহেরের (মহিলা আসন-৪০) লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ২০০৩ সালে সমগ্র দেশের ২৭১ টি উপজেলার ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৪.৫ লাখ অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রারিক্ত (৫০ পিপিবি-এর উপরে) আর্সেনিক পাওয়া গেছে। আর্সেনিক নিরসনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরে বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরো জানান, জনগণকে আর্সেনিক মুক্ত পানি সরবরাহে গৃহীত প্রকল্প বাস্তবায়িত হলে ২৯ জেলার ১১০ টি উপজেলার এক হাজার ১২৪ ইউনিনে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি নিশ্চিত হবে। এছাড়া প্রায় সমগ্র দেশের আর্সেনিক দূষণের বর্তমান পরিস্থিতি জানা যাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আর্সেনিক নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় দেশে আঞ্চলিক পর্যায়ে ১৩টি ও কেন্দ্রীয় পর্যায়ে ১টিসহ মোট ১৪ টি ল্যাবরেটরিতে পানির গুণাগুণ পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়া আর্সেনিকের মাত্রা নিরূপণ ও ভূগর্ভস্থ পানিরস্থিতি তলের তারতম্য মনিটরিং সুবিধার্থে ৭৯১ টি অবজারভেশন ওয়েল স্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি