এমপি-কে সেতুমন্ত্রীর চড়!

এমপি-কে সেতুমন্ত্রীর চড়!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে লাঞ্ছিত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন। এমপি ছানোয়ারের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন ওবায়দুল কাদের। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা রিসোর্টে ১৮ ফেব্রুয়ারী (শনিবার) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোর থেকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যমুনা রিসোর্টে রাতের খাবারের জন্য বিরতি নেন। এসময় তার রাতের খাওয়ার আয়োজন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু হাসান ইমাম খান সোহেল হাজারী তাৎক্ষনিকভাবে উপস্থিত না থাকায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষুব্ধ হয়ে রাতের খাবার না খেয়েই চলে যাওয়ার প্রস্তুতি নেন।


এসময় টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরকে খাওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় ছানেয়ার কাদেরকে বলেন, হাসান ইমাম খান সোহেল হাজারী রাস্তায় আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ছানোয়ার একথা বলার সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও অন্যান্য নেতাকর্মীদেরও গালমন্দ করেন। এসময় নেতাকর্মীরা হতভম্ভ হয়ে যান। পরে তিনি রিসোর্ট ত্যাগ করার আগে এমপি ছানোয়ার হোসেনের মাথায় হাত বুলিয়ে তাকে শান্তনা দেন।


টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওবায়দুল কাদের ভাই আমাদের অভিভাবক। তিনি আমাদের শাসন করেন আবার আদরও করেন। এটি ছিল একটি অনাকাঙ্খিত ঘটনা।

AvIqvgx jx‡Mi mvaviY m¤úv`K Ges moK cwienb I †mZygš¿x Ievq`yj Kv‡`‡ii nv‡Z jvwÃZ n‡q‡Qb Uv½vBj-5 (m`i) Avm‡bi Ggwc †gv. Qv‡bvqvi †nv‡mb| Ggwc Qv‡bvqv‡ii e¨env‡i w¶ß n‡q Zv‡K Po-_vào gv‡ib Ievq`yj Kv‡`i|Uv½vB‡ji KvwjnvZx Dc‡Rjvi hgybv wi‡mv‡U© MZKvj kwbevi w`evMZ ivZ 9Uvi w`‡K G NUbv N‡U|

cÖZ¨¶`k©x m~‡Î Rvbv hvq, bv‡Uvi †_‡K †hvMv‡hvMgš¿x Ievq`yj Kv‡`i hgybv wi‡mv‡U© iv‡Zi Lvev‡ii Rb¨ weiwZ †bb| Gmgq Zvi iv‡Zi LvIqvi Av‡qvRb K‡ib Uv½vBj-4 (KvwjnvZx) Avm‡bi be-wbe©vwPZ Ggwc nvmvb Bgvg Lvb †mv‡nj nvRvix| wKš‘ nvmvb Bgvg Lvb †mv‡nj nvRvix Zvr¶wbKfv‡e Dcw¯’Z bv _vKvq Ievq`yj Kv‡`i †bZvKg©x‡`i cÖwZ ¶yä n‡q iv‡Zi Lvevi bv †L‡qB P‡j hvIqvi cÖ¯—ywZ †bb|

Gmgq Uv½vBj-5 m`i Avm‡bi Ggwc †gv. Qv‡bvqvi †nv‡mb Ievq`yj Kv‡`i‡K LvIqvi Rb¨ Aby‡iva Rvbvb| G mgq Qv‡bqvi Kv‡`i‡K e‡jb, nvmvb Bgvg Lvb †mv‡nj nvRvix iv¯Ívq Av‡Qb| wZwb wKQy¶‡Yi g‡a¨ P‡j Avm‡eb|

Qv‡bvqvi GK_v ejvi m‡½ m‡½ Ievq`yj Kv‡`i nVvr w¶ß n‡q Zv‡K Po-_vào †g‡i kvixwiKfv‡e jvwÃZ K‡ib I Ab¨vb¨ †bZvKg©x‡`iI Mvjg›` K‡ib| Gmgq †bZvKg©xiv nZf¤¢ n‡q hvb| c‡i wZwb wi‡mvU© Z¨vM Kivi Av‡M Ggwc Qv‡bvqvi †nv‡m‡bi gv_vq nvZ eywj‡q Zv‡K mvš—¡bv †`b|

Uv½vBj-4 (KvwjnvZx) Avm‡bi be-wbe©vwPZ Ggwc nvmvb Bgvg Lvb †mv‡nj nvRvix NUbvi mZ¨Zv ¯^xKvi K‡i e‡jb, Ievq`yj Kv‡`i fvB Avgv‡`i AwffveK| wZwb Avgv‡`i kvmb K‡ib Avevi Av`iI K‡ib| GwU wQj GKwU AbvKvw•LZ NUbv|

এসবিডি নিউজ ডেস্ক