আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি

আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কম: ২৫ মার্চ কালরাত্রিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়েছে। জাতিসংঘের স্বীকৃতি আদায়ে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ মার্চ (শনিবার) রাতে সংসদে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এর আগে সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শিরীন আখতার অধিবেশনের শুরুতেই প্রস্তাবটি তোলেন। এরপর স্পিকার এটি গ্রহণ করে আলোচনার জন্য অনুমতি দেন।


প্রস্তাবে বলা হয়, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হোক।’


চলতি অধিবেশনেই ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করতে সংসদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদ। গত মাসের শেষ সপ্তাহের ওই আলোচনার রেশ ধরেই এ নিয়ে প্রস্তাব আনার কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিনিধি