ইএফটি পদ্ধতিতে লেনদেন

ইএফটি পদ্ধতিতে লেনদেন

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: বাংলাদেশ ব্যাংক থেকে কেনা সঞ্চয়পত্রের আসল এবং মেয়াদপূর্তিতে মুনাফা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে নেয়া যাচ্ছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি এ অর্থ চলে যাচ্ছে গ্রাহকের হিসাবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের এ পদ্ধতিতে লেনদেনে উৎসাহিত করেছে।

এতে বলা হয়, সঞ্চয়পত্র কেনার সময় মূল ফরমের সঙ্গে এ সুবিধার জন্য একটি ফরম পূরণ করতে হবে। সঙ্গে চেকের পাতার ফটোকপি জমা দিতে হবে। আগে কেনা সঞ্চয়পত্রের গ্রাহকরাও এ সুবিধা নিতে পারবেন। ইলেকট্রনিক তহবিল স্থানান্তর বা ইএফটি পদ্ধতিতে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিলে মোবাইল এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে গ্রাহককে জানানোর ব্যবস্থা রয়েছে। এই স্বয়ংক্রিয় লেনদেনে সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করছে বিধায় তা হারানো, ধ্বংস বা নষ্ট হবার আশঙ্কা নেই।

এসবিডি নিউজ ডেস্ক