স্রষ্টার উত্তর!

স্রষ্টার উত্তর!

ছবি: সুমন্ত আসলাম।

সুমন্ত আসলাম:দুটো অন্যরকম ঘটনা দেখেছি আজ। কিন্তু সে দুটোকে পাশ কেটে তৃতীয় ঘটনাটা এমন ধাক্কা মারল বুকে, স্থির হয়ে ছিলাম অনেকক্ষণ।

রাস্তার পাশে জ্যামে আটকে আছে বাস। শ্যাওড়াপাড়ার বিটপী বিল্ডিংয়ের সামনে হঠাৎ একটা মেয়ের চিৎকার। পাগলী গোছের। গায়ে আধ ময়লা পোশাক। অকথ্য ভাষায় মৃদু পায়ে হেঁটে যাওয়া ছেলেটার দিকে ধেয়েও যাচ্ছে বারবার। কিছুটা নীরব রাস্তা। হঠাৎ পাশে পড়ে থাকা আধলা একটা ইট নিয়ে ছেলেটার মাথায় আঘাত করল সে। কিন্তু সেটা লাগল পিঠে। দৌড়ে পালাল ছেলেটা। মেয়েটা আবার চিৎকার শুরু করল। তারপর কাঁদতে কাঁদতে বলল, ‘মানুষ খালি আমার গায়ে হাত দ্যায় ক্যা?’

প্রশ্নটা কি আমাকে করল? না, টের পেলাম—প্রশ্নটা স্রষ্টাকে করেছে সে। না হলে বারবার আকাশের দিকে তাকাবে কেন সে! খুব ইচ্ছে ছিল—

স্রষ্টার উত্তরটা শোনার। কিন্তু দুর্ভাগ্য— ছেড়ে দিল বাসটা!

[সুমন্ত আসলাম: সহযোগী সম্পাদক, দৈনিক সমকাল]

অতিথি লেখক