সঞ্চয়পত্রে সুদের হার কমছে

সঞ্চয়পত্রে সুদের হার কমছে

অর্থনৈতিক প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কম: আসন্ন বাজেটে সঞ্চয়পত্রে সুদের হার কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে ২০১৫ সালে বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। এবার আরেক দফা কমতে যাচ্ছে সুদের হার। সঞ্চয়পত্রে সুদের হার কমালে কমে যাবে ব্যাংক ঋণের সুদের হার। দেশে বিনিয়োগের ক্ষেত্রে পড়বে ইতিবাচক প্রভাব। আর শেয়ারবাজারে বাড়তে পারে বিনিয়োগ। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সঞ্চয়পত্রে সুদের হার কমানোর বিষয়টিকে তারা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন।

সম্প্রতি ঢাকা চেম্বারের নেতাদের দাবির পরিপেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে সঞ্চয়পত্রের সুদের হার আসলেই বেশি। সাধারণত ব্যাংক আমানতের সুদের হারের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার ১/২ শতাংশ বেশি হয়ে থাকে। বর্তমানে এই ব্যবধান ৪ শতাংশের বেশি।’


মন্ত্রী আরো বলেছিলেন, ‘এটা চলতে থাকলে এ খাতে বিনিয়োগ আরও বেড়ে যাবে। সরকারের ভবিষ্যত ঋণের বোঝা বেড়ে যাবে। সে কারণেই আমরা এটাকে কমানোর (রিভিউ) সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’


প্রসঙ্গত, বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে। অন্যদিকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হার ১১ থেকে ১২ শতাংশের মতো।

নিজস্ব প্রতিনিধি