আমি বাড়ি যাবো

আমি বাড়ি যাবো
ছবি: স্মরণ ইমাম।

***—*** আমি বাড়ি যাবো***—***

——-স্মরণ ইমাম——-
********************************************************************************************

এখানে ভিষন অপমানের রোদ
ক্ষনকাল আর থামতে ইচ্ছে করেনা
বৃথা আর কেন দিনরাত্রি যাপন অনলে
বসুধা ভরা ফনায়িত সাপের বিচরন
আর কতটা রন্জিত হবে রক্তে স্বদেশভূমি।
আগুনের লেলিহান পাহারে,লাশ হয়ে ফেরে তনুরা
ঘরে ঘরে গুমরে নারী,শিশু,গৃহপরিচালিকা
শুনেছি ভিলেন যত শক্তিশালী,হিরো তত বড় বিজয়ী
মা গো, আমি বাড়ি যাবো……..

যুদ্ধাপরাধীর ফাসি চাইনা,চাইনা গনজাগরন মন্ঞের
বিপরিতে হেফাজতের আর একটি শাপলা চত্তর সমাবেশ।
মিছিল চাইনা,প্রতিবাদ চাইনা,টকশো,তর্কবিতর্ক,
কত আর খুবলে খাবে আমার ভূমি?
এখানে সালাম রফিক বরকত শহিদ মুক্তিযোদ্ধাদের
অতৃপ্ত আত্মার চিৎকার আমাকে ঘুমোতে দেয় না।
আমার বিবেক আমাকে ঘুমাতে দেয় না।
এখানে কান্না,আর্তনাদ, নিশ্ঠুরতার তকতকে তরবারি।
এখন আমি বাড়ি যাবো,যেতেই যে হবে।।

_______________________________________________________________________

অতিথি লেখক