বাঙালি নারীদের যুক্তরাজ্যে জয়

বাঙালি নারীদের যুক্তরাজ্যে জয়

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন তিন বাঙালি কন্যা। তিনজনই বিরোধী দল লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন। ঢাকায় সহযোগী অনলাইন সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিনিধির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তিনজনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে, বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে এবং রূপা হক ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে জয়ী হয়েছেন।


হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। ২০১৫ সালে মাত্র ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে প্রথমবার এমপি নির্বাচিত হন টিউলিপ। এবার সেই ব্যবধান বেড়ে হলো ১৫ হাজার ৫৬০। টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী পেয়েছেন ৪২ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। এ নিয়ে এই আসন থেকে তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত হলেন রুশনারা। সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্ম নেওয়া রুশনারা সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে গিয়েছিলেন।


লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে। কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক রূপা হকের আদি বাড়ি পাবনায়।

আন্তর্জাতিক ডেস্ক